কামরা খোঁজে         আমড়া গাছে
        দামড়া ভূতের ছানা,
‘ঘর ভাড়া চাই’        ধরলে রে ভাই
         মধ্যি রাতে গানা।


গানের চোটে          তুবড়ি ছোটে,
         ‘মারহাবা মারহাবা’
বললে কুঁতে           মামদো ভূতের
        ভাইয়ের আপন বাবা।


হেঁচকি তুলে           পেত্নী বলে
         হচ্ছে বড়ই ক্লেশ
গানের ঘায়ে           শ্যাওলা চায়ে
         পাচ্ছি কফির রেশ


আসলো তেড়ে         একানড়ে
        বললো থামবি কিনা?
জানিস নাকি           ব্যস্ত থাকি?
         বাজাই রুদ্রবীণা?


বেহ্মদত্যি             বললে ‘সত্যি
         ভাবিনি কক্ষনো
গাইছে গানা           দামড়া ছানা
        বিকট এ লক্ষণও।


বিহিত তবে            করতে হবে
       আর তো উপায় নাই
আন্দামানে             নির্বাসনে
         কাল ভোরে পাঠাই’।


দামড়া ছানা            খুব সেয়ানা
         যেই পড়েছে চাপে
ঝাঁঝিয়ে ওঠে          ‘গাইনি মোটে,
         গান গেয়েছে বাপে’।