এখানে শুধুই মেঘ, বৃষ্টি এখানে শুধু ঝরে
ভেজা চুল টুপ টুপ ভালোবাসা চুঁয়ে চুঁয়ে পড়ে।


চোখের পাতায় কবে অভিমান হয়েছিল জমা,
ধুয়ে গেল মুছে গেল আকাশ কাঁদালো প্রিয়তমা।


ভিজে শাড়ি ভেজা মন ভেজা ঠোঁটে বৃষ্টির দানা,
ছুঁতে বড় মন চায়, আজো তুমি করবে কি মানা?


আজকে মাতাল মন আজ শুধু বৃষ্টি ঝরুক
শব্দরা ছুটি নিক, ভালোবাসা থাক এক বুক।


মণিবন্ধে বেজে যাক রিমি ঝিমি স্বর্ণ কঙ্কন
এ সময় থেমে যাক, জেগে থাক প্রগাঢ় চুম্বন।