একখানা গ্রাম  বুকের কোণে
একখানা দেশ সবুজ মত,
পাগল হাওয়ার বাস যেখানে
ভাবের ভাষা  অসংযত।


গোবর লেপা উঠোন এ দেশ
তুলসী সাঁঝের পিদিম ছোঁয়া,
শিরীষ গাছের পাতার ফাঁকে
চাঁদের আলো মিস্রি ধোয়া।


শিউলি কাশের দুর্গাপুজা
শীত সকালে উড়ছে ঘুড়ি,
সেই দেশেতে ঘুমের আগে
গল্প শোনায় চাঁদের বুড়ি।


সেই দেশেতে ইচ্ছে মতন
বইছে নদী, ফুঁসছে সাগর,
সেই দেশেতে লাউয়ের মাচা
একলা আকাশ একচালা ঘর।


শাল মহুলের শীতল ছায়ায়
নিদাঘ দুপুর অচিন পুরের,
বিদেশ বিভুঁই সাকিন হলেও
টুকরো সে দেশ হৃদয় জুড়ে।


মন কেমনের সুখগুলো তাই
টুকরো ছবি, ব্যক্তিগত
একলা হলেই সে দেশ আমার,
দুঃখ কুড়াই, অসংযত।