এভাবেও বলা যায় আসি,
আলগোছে, চুপকে-সে শেষ হয় ভালোবাসা বাসি
ভাবো যদি যেতে হবে,
তবে জেনো তাই দস্তুর
আগে পিছে, থাকা মিছে,
কাছে থেকে কেউ বহু দূর।
দু দিনের ভালো লাগা
মন খারাপের কয় মুঠো
কি হবে আঁকড়ে ধরে, ভেসে চলা সবই খড়কুটো।
এই বা মন্দ কিসে
কিছুদিন চোখে চোখ রাখা,
কাঁধে কাঁধে ঘষাঘষি, লাগে জানি চলে গেলে ফাঁকা।
এলোমেলো স্মৃতি গুলো
সার বেঁধে চলাফেরা শেখে,
ঝগড়া ও খুনসুটি অকারণে যায় শুধু হেঁকে।
পিছু টানে একই মেঘে
ভিজে যাওয়া বৃষ্টির দিন
কিংবা শীতের ওম, ঝরে যাওয়া শিউলি মলিন।
তবুও সময় হলে শেষ হয় চলা পাশাপাশি
বহতা জলের মতো,
এভাবেও বলা যায় আসি।