ঘুম চোখে ভুল হলে হয় বড় মুস্কিল,
চুলে হয় ফুসকুড়ি নাকে হয় খুস্কি।


রোগা লোক মোটা লাগে, মোটা জলহস্তী
মাঝ রাতে নাচ পায়, ফুলটুস মস্তি।


বিটকেল জালি রাগে কালোয়াতি পায় গান,
একা ঘরে ঘুরে ঘুরে খেলে লুডু দেয় দান।


কখনো বা ঘুম ভেঙে এক পায়ে দাঁড়িয়ে
ভেউ ভেউ কাঁদে, বলে রাত গেছে হারিয়ে।


খিদে পেলে লিখে ফেলে তেড়ে মহাকাব্য,
কি নিয়ে? বললে বলে সেটা পরে ভাববো।


ঘুম চোখে ভুল হলে সবই যেন পন্ড
তালবনে বাঁশ কানা, সিং ভাঙা ষন্ড।


তাই বলি রাত জেগে পাঁচ কথা পোড়ো না
ঘুম চোখে যেন আর ভুল তুমি কোরো না।