ঘুম ভেঙে মাঝ রাতে ঘেমে নেয়ে চুপসে,
দেখি ঘরে দুখী মনে বসে আছে তোপসে।
তোপসে গো, ফেলুদার বাবার যে ভাইপো,
পড়ছো তো ঠিকই কাকা নয় কো এ টাইপো।
বলে বাপু কেস ছাড়া গেছি খুব হাঁপিয়ে,
ফেলুদা হয়েছে বুড়ো চলে হাঁটু কাঁপিয়ে।
মগজের অস্ত্রতে শান আর পড়ে না,
কেসের অভাব তাই ফেলুদাও নড়ে না।
সিধু জ্যাঠা কাশিবাসী দিন রাত রাম নাম,
গুগল যে মুঠোফোনে, তাঁর আর নেই দাম।
জটায়ু বম্বে থাকে পরচুলে ঢাকা টাক,
হিন্দি ফিলিম লিখে খুব নাকি নাম ডাক।
প্রোডিউসারের দল লেগে থাকে লাইনে,
খবর দেয় না আর কল করে পাই নে।
গাড়ি নেই হেথা হোথা যাওয়া বড় কষ্ট,
ট্যাক্সিতে? পাগল, না মাথাটাই নষ্ট?
কেসের বাজার ভাই আজকাল মন্দা,
যদি কর সমাধান খেটে ভোর সন্ধ্যা,
লাভ নেই, নেতা দাদা ঠিক এসে হাঁকবেন,
এ বয়সে শেষ মেশ দেশ ছেড়ে থাকবেন?
তার চে চেপেই যান সময়টা থাকতে,
নয় গাঁ উজাড় হবে ঠগ বেছে রাখতে।
ফেলুদার নোয়াপাতি, জেরবার বিপিতে,
চিনিও বেড়েছে বোঝা যায় দেখে ডিপিতে।
এই তো সেদিন দেখি মেজাজটা রুক্ষ,
মরেছে মগনলাল তাই বড় দুঃখ।
বললে কি ভালো ছিলো। হনুমান ভক্ত
অমন ভিলেন পাওয়া আজকাল শক্ত!
আমারও বয়েস হলো, হনু পার দু কুড়ি
আর কি জুটবে ভায়া সরকারি চাকুরী?
পারো যদি করো কিছু তোমরাই ভরসা
ঘুম ভাঙে, দেখি উঠে পূবদিক ফর্সা।