মাছেদের পাঠশালা, কাতলার বাচ্চা
ডাকে নাক খেয়ে এসে গোটা দুই লাচ্ছা,
কালেবোস মাস্টার
মারে ছুঁড়ে ডাস্টার
রুইয়ের খোকাটা বলে, ‘আমি  নই! সাচ্চা’।


রেগে হাঁকে মাস্টার, দেব ছিঁড়ে কানটা?
ঘোঁৎ ঘোঁৎ ফুর ফুর? ধরবো কি হান্টার?
চোখও নয় বন্ধ,
করি কাকে সন্দ?
ঝেড়ে কাশ, যদি চাস বাঁচাতে রে প্রাণটা।


পেয়ে ভয় পুঁটি কয়, 'হায়, এ কি কান্ড
ঘুমোয় কাতলা স্যার, অকাল কুষ্মান্ড
মাথা মোটা গাধাটা
পেট ফোলা হাঁদাটা,
পাঠশালে নাক ডাকে,হতভাগা ষন্ড!


আচমকা ঘুম ভেঙে বলে ওঠে কাতলা,
‘হোলোটা কি, তেলাপিয়া তুই তবে বাতলা’,
বলে শুনে 'সরি সার
এ অকাজ করি আর?
কত বলি মাকে, ঘরে লাচ্ছাটা মৎ লা’।