ভেসে আসে হিমেল আবেশ....
রাত একা জেগে থাকে,  সাথে জাগে শুকতারা বেশ
যাপিত কফির কাপে উষ্ণতা শেষ হলে, মেশে  হিম সময়ের রেশ।


দিনের হিসেব মেলে, মেলে না তো ঘুমহীন রাত,
তিন বেলা প্রাণায়াম পার করে শীতের আবাদ
নিয়মে ফুরোয় যত বেনিয়ম, পুরোনো আঘাত।


ঋতুদের আসা যাওয়া, ফিরে পাওয়া, গতানুগতিক কিছু ভোর
                  রাতের স্টেশন খালি, শেষ ট্রেন করে চলে শোর
                                           অগোছালো কাটলো বছর....