প্রেম তুমি কেন তন্দ্রা হলে না হায়
ঘুম ঘুম চোখে প্রান ভরে তাকে দেখতাম
বুদ্ধিটা নয় কম কাজ ই আজ করতো
ভাবের ঘরেই আজ নয় ঢুকে পড়তাম


প্রেম তুমি কেন উন্মাদ হলে না
পাগলামিটার শেষ সিঁড়ি জয় করবোই
ধরবই ওঁই লাল রঙ্গা আঁচলকে
নাই যদি পারি চাঁদের কাঁধেতে চরবোই


প্রেম তুমি কেন বিশ্বাস হলে না
প্রান দেওয়াটাও হত ছেলেখেলা তবে
তোমার চোখের এক ফোঁটা অশ্রুর দাম
পৃথিবীর থেকে নিশ্চয় বেশী হবে


প্রেম কেন তুমি সঙ্গীত হলে না
গানে আর তালে সব কিছু যাও ভুলে
সুর শুধু বুকে সুড়সুড়ি দিয়ে যেত
বেহালায় কোনো বিরহের বোল তুলে


প্রেম কেন তুমি শুধু প্রেম ই থাকলে না
দুনিয়া টা আরো সুন্দর হতে পারতো
হাতে হাত রেখে সূর্যোদয়ের স্বপ্ন
কোমরের বাঁকে ঝর্নাও হার মানত


কত কিছু হত যদি কত কিছু হত
ভাগ্যিস এই সব কিছু হয় নাকো
পাগলামো তা যে মনের ভেতরই ভালো
সবার মতন ভালছেলে হয়ে থাকো


অতনু দত্ত