আসছে পুজো, শোর উঠেছে
ঢাক বেজেছে, ড্যাম কুড়কুড়।
কাশ ফুটেছে, রোদ উঠেছে
ছড়িয়ে সোনা, মন উড়ু উড়।


ছোট্ট মোদের, গাঁয়ের পুজো
নেইকো চমক, নেইকো জুলুষ।
যেমন পারি, তেমনি পূজি
মনে মোদের, নেইকো কলুষ।


যা পাই মা তাই তোকে দেই,
প্রসাদ করে খাই সকলে।
তোর দয়াতেই বেঁচে থাকা,
ভালো থাকা সদলবলে।


সন্ধিপুজো যেই শুরু হয়,
বুকের মাঝে ছলাত ছলাত।
এই বুঝি মা চল্লো আবার,
ছেড়ে ছুড়ে মোদের হঠাত।


মা হাসেন আর বলেন পাগল,
যাই বা কোথায় তোদের ছেড়ে।
থাকবো আমি মনেই সবার,
আসা যাওয়া ফি বছর ঘুরে।


বলি মাগো সেইতো ভাল,
মোদের মনেই থাকো মিশে।
আসা যাওয়া চলতে থাকুক,
আনন্দ নয় করবো কিসে।


তবে মাগো একটি কথা,
না বোলে আর পারছি নাকো।
অসুর জাতের বাড় বেড়েছে,
এবার এদের একটু দেখো।


মহিষাসুর একলা ছিল,
এখন এরা দলে দলে।
দুর্বল জনে রক্ষা কোর,
দীনের মানটি রেখ তাহলে।


প্রনাম প্রনাম মা দুর্গা,
থেকো মোদের পাশেতে।
সারা বছর যেন কাটে,
আনন্দে আর হাসিতে।