হায় প্রেম, সেই প্রেম, কেন কেন প্রেম?
তটিনীর চুম্বনেতে, পড়ে থাকে শ্যাওলার দাগ
তবু মনে পড়ে, মন তবু পোড়ে।


হয় তুমি বোকা, তা নাহলে বিষম চালাক,
বুঝিনা কিছুই, কেই বা বুঝেছে বল
সবাই তো আমারি মতন, হাসি মেখে থাকে।


এভাবেই সময় গলে যায় আঙ্গুলের ফাঁকে,
টুপ টাপ বেয়ে পড়ে কনুই চুইয়ে,
সন্ধ্যা বোধহয় ওই এলো চুপিসারে।


জীবনের কাঁটাতারে, প্রেমের ঘুড়িটা যেন
লাট খায়, ছিঁড়ে ছিঁড়ে যায়,
শিশিরের দংশনে, পাথর কখন গলে কান্না হয় যেন।


প্রতিদিন রক্তাক্ত হওয়ার খেলা, এই ত জীবন
হে মূর্খ, রক্তিম এক সামাজিক খুশি
ভাব তুমি এই ত জীবন।


নিস্তব্ধ ভেলায় চড়ে, যায় প্রেম ভেসে ভেসে যায়,
প্রকাশের আশ, জেনো আর পরকিয়া হবে না কখনো,
তবুও ত প্রেম হায়……
হায় প্রেম, সেই প্রেম, কেন কেন প্রেম?