আমার তখন আঠেরো বছর বয়স
ঠোঁটের ওপরে সদ্য কালো ছায়া,
তুমি যে তখন নিল পরী হয়ে এলে
মিষ্টি মুখেতে মিষ্টি হাসির মায়া।


প্রেম ছিল নাকো অবুঝ মনের মাঝে
রোমাঞ্চ ছিল আর ছিল ভালো লাগা,
ভয় ছিল মনে হয়ত অনেক বেশি
প্রত্যাখ্যাত হয়ে কেন রাত জাগা।


আমার তখন আঠেরো বছর বয়স
তুমি কেন বল বন্ধু হয়েই এলে,
হাত ছুঁয়ে গেলে মনটা কি বাদ যায়
সহস্র দীপ আকাশে উঠলো জ্বলে।


রাস্তার বাঁকে বৃষ্টি সিক্ত আমরা
রোদ ঝলমলে রামধনু যেন কাব্য,
বুক চেরা ওই দৃষ্টি বিদ্ধ আমরা
তবুও কিছু না বলাটা যে ভবিতব্য।


আমার তখন আঠেরো বছর বয়স
তুমিও তখন আঠেরো তে নিশ্চয়,
চলে গেনু মোরা নিজের নিজের পথে
ভাঙ্গা মন আর ব্যথা ভরা হৃদয়।


আজ ভাবি বসে ভালই হয়েছে
সুখে আছি তুমি আমি,
মনের অসুখ থাক না গোপনে
তবে তো জীবন দামি।