গড়াই বাবু লড়াই করেন
নেতা হবার চেষ্টা
কারো থোড়াই কেয়ার করেন
উতরে দেবেন দেশটা


বোতাম খুলে মারে উঁকি
গড়াইবাবুর ভুঁড়ি
কষ্ট সবার করবেন দূর
মেরে বামে তুড়ি


নেতা হওয়া কি মুখের কথা
কতই কষ্ট সাধ্য
জনগনের সেবা করো
থাকো ওদের বাধ্য


এই দেবো আর ওই দেবো
আরও কত লেকচার
স্বপ্ন দেখাও স্বপ্ন দেখাও
তবেই পাবে পাড়


আশিতিপর বৃদ্ধ সে এক
নেতার কাছে যায়
দুই পা বুকে জড়িয়ে ধরে
এক্ টু খেতে চায়


গড়াইবাবুর বিষম লাথি
বক্ষে লাগে তার
লুটিয়ে পড়ে মাটির ওপর
দুনিয়া হয় আঁধার


গড়াই বাবু চেঁচিয়ে ওঠেন
একি অনাসৃষ্টি
ড্রেসটা গেল খারাপ হয়ে
নেইকো কারো দৃষ্টি?


নেতার আমি নেতার তুমি
নেতার ধুন্ধুমার
দেশটা গেল রসাতলে
চক্ষে অন্ধকার