সবুজ ঘাসের গালিচায় পেটের জ্বালায় এক চিল
হরিনির ঘ্রান আজ ছুঁয়েছিলো চিতার আভাষ
শীতের গন্ধে যেন অহঙ্কার আঁচড়ায় বুড়ো শিমুলকে


সব গাঁ উজাড় করা বনবাবুদের সেয়ানা পিরিত
বন্দুকের ঘোড়া লাজুক কিশোরের স্বপ্নে কেন হানা দেয়
সহজ জীবন অংকে পাঁক লাগা ঘোর অন্ধকার


আধপেটা ঘুম নাকি চিরঘুম, বড় অসহায়
লাল গড়ে লাল মাটি আরো লাল রক্ত লাল হয়
সকলেই ভুল বোঝে, খালি গ্রামে, বুক ভাঙ্গা শ্বাস


সময় কখন যেন পাশ ফেরে কুরচি ফুলের বিছানাতে
বাতাসে মাদলের তাল, সুর ছন্দ বদলায়ে যায়
সাঁঝ বেলা ফের ভাসে বাতাসে ভাতের সুবাস


আবার সূর্য ওঠে, শাল মহুলের ফাঁকে চিত্রকর সোনালি রোদ
জঙ্গুলে বাতাস স্নানে খড়ি ওঠা পৃথিবীর বুক
আবার যে গান ভাসে স্বপ্ন ভাসে, ভালবাসা-বাসির আবাদ


সবুজ ঘাসের গালিচায় চিল আজো খাবার খুঁজেছে
মহুয়ার গন্ধ আজ হরিনির চোখের পাতায়
দূর গ্রামে লন্ঠনের আলো, লুকোচুরি তারাদের সাথে