বইছে প্রবল ধারা, ঝম ঝম বৃষ্টি অবিরাম
প্রলয় আসিলো বুঝি, আদিগন্ত জলে জলময়
পড়শির পাকা ছাদে, তেরপলের নিচে দিন কাটে
পিপীলিকা সাথে এক পিপীলিকা সম, বানভাসি
অনেক লোকের কোলাহলে, নিঃসঙ্গ একাকি
অভুক্ত থাকার জ্বালায়, মগজ করে না কাজ
আপনার চালাঘর বয়ে গেলো জলের ধারায়
নিয়ে গেল অকিঞ্চিৎকর বাঁচবার হিসেব নিকেষ
দু জোড়া কাপড়, মুড়ির কৌটো আর প্রিয় বাঁশীটি
দুঃখবোধ ভোঁতা হয়, হৃদয় এখন ব্যাথাহীন
রিলিফের নৌকো দেখে, সারমেয় হতে বাধ সাধে
জোটে নি যে জল ও তাই, ভীষণ তৃষ্ণায় ছাতি ফাটে
শুনেছে আবার নাকি জল ছাড়া হবে বাঁধ থেকে
আরও তৃষ্ণা, আরও কষ্ট, আরও অনশন
প্রকৃতিকে বেঁধে রাখা, রুখে রাখা যায় কি কখনো?
বাবুদের বোতাম টেপায়, খুলবে বাঁধের গেট
জলের প্রবাহে, আরো বেশি গ্রাম ভেসে যাবে
ছাদের ওপর, তেরপলের নিচে, পিপীলিকা সাথে
মৃতপ্রায় বানভাসি, আরও বেশি বানভাসি হবে।