সেদিন রামধনুর পাশে তোমার হাসিটি দেখেছিনু
টপ টপ করে, ঝরেছিলো অনেক জলের কণা
কুরচি ফুলের বুক চিরে, লাল কাঁকড়ের পরে


অবিরাম ভালবাসা, অবিরাম কাছে আসা
বিষ হয়েছিল, বিছের কাঁটার মতো বিঁধেছিলো


বাতাসের ঊথাল পাথাল, দিক ভাঙ্গে, শব্দ ভাঙ্গে
কখন ভাঙ্গে যে মন, নির্জনে অপ্রস্তুত করে


তোমার হাতের ছোয়ায়, চেতনায় পড়েছিলো
অচেতন রঙ্গিন প্রলেপ, কারন কারণ হয়ে
মত্ততা, অনাবিল অনর্গল প্রগলভতা ভাল লেগেছিল


সুখের অসুখ ক্ষণস্থায়ী সূর্যাস্তের মতো
বিদায় জানায় ছড়িয়ে সোনালি আলোর মায়াজাল


বিষন্ন লাউমাচা এক, হলুদ ফুলের প্রতীক্ষায়
রাত জাগে, ভোরের স্বপ্ন দেখে, শিশির সিক্ত হয়ে


কবে যেন অকারনে চোখ ভেঙ্গে অশ্রু ঝরেছিলো
শ্রাবণের বৃষ্টির মতো, তারই রামধনু পাশে
পবিত্র তোমার হাসি, প্রতিনিয়তই আঁকা থাকে।