অন্ধকারের ল্যাজ ধরে ওই
           ঘুম আসে আর ঘুম আসে
শ্রান্ত পরান ক্লান্ত নয়ান
          চোখ বুজিয়ে হাই আসে।


স্বপন দেখা স্বপ্নই থাকে
          এতই আজি ক্লান্তি মোর
নাক ডাকিয়ে লোক জাগিয়ে
           কাঁপিয়ে পাড়া তুলছি শোর।


ঘুমের মতো শান্তি এমন
          হয় কিসে আর বল না ভাই
দুনিয়াটা যাক জলাঞ্জলে
          আমার কিন্তু ভাবনা নাই।


ঘুমের মাসি ঘুমের পিসি
          না ডাকিলেও আসে
কানটি মুলে, টানলো চুলে
          মাথায় চেপে হাসে।


রাত ঘুম হয়, ভাত ঘুম হয়
          ঘুমের যে কতো প্রকার
অশ্বের ঘুম, মহিষের ঘুম
          ঘুম গুনে হনু জেরবার।


ভাবতেছি এক পার্টী গড়বো
          ঘুম কাতুরের দল
ঘুমিয়ে ঘুমিয়ে শাসন করব
           দেশ হবে উজ্জ্বল।


ঘুমন্ত দল ভালোই করবে
          বাকি সব দল থেকে
কম কাজ করো, তবু ভালো, কেন
          ভুল কাজ করো হেঁকে।


ঘুম ঘুম চোখে লিখতে বসেছি
          লেখা হল কি, কে জানে তা
তোমরাই বলো ঘুমোতে ঘমোতে
           লেখা যায় কভু কবিতা?