ধাঁই ফটা ফট শব্দ করে
        ফাটলো পটকা কতই বা,
উড়ল হাওয়াই, চকলেট বোম
        বিকট আওয়াজ, উরি বাবা।

কিন্তু জানো কি, একদিন আগে
        যখন ছিলো যে একসাথে,
সকল বাজিরা জুড়ল কি কথা
        শুনতে পেলুম মাঝ রাতে।


তুবড়ি বললে আমার জুলুষ
        সবার চাইতে চমৎকার,
রঙের আমি ছোটাব ফোয়ারা
        দেখবে সবাই, কি বাহার।


হাওয়াই বলে, ভাট বোকো না
        বলছি তোমায় তুবড়ি ভায়া,
আঁধার রাতের বুকটি চিরে
        কোন সুদূরে আমার যাওয়া।


চরকিটা বলে, হাওয়াই দাদা
        সত্যি কথাই বোললে তুমি,
তুমি ছোট ওই আকাশ পানে
        আমি ঘুরি শুধু আঁকড়ে ভূমি।


তারাবাজি আর ক্যাপের ডাব্বা
        হাততালি দেয়, নাচেও মাতে,
ছাড় রে ওসব, বড়দের কথা
        আমরা তো আছি শিশুর হাতে।


সব চে আজব, দেখি এককোণে
        সুতলী, দোদমা, চকলেট বোম,
ধানি আর কালি পটকা সমেতে
        ফিসফিস করে হয় বেদম।


বলতেছে কানে, শোন রে সবাই
        আমরা হয়েছি অসামাজিক,
শব্দটা হলে ধরবে পুলিশে
        যাবে শ্রী ঘরে, একথা ঠিক।


আমরা করলে শব্দদূষণ
        শাস্তি হবেই, একি আবদার!
নেতার কথার শব্দদূষণ?
        হোল এটা বলো ন্যায়বিচার?


এই সব কথা শুনলাম আমি
        নিজের কানেতে, অতঃ কিম?
বিশ্বাস করো, কিম্বা না করো
        বয়েই তো গেছে, ঘোড়ার ডিম।