টাকার জোরে টাক ডুমা ডুম
    টাকায় চলে দেশ,
শোনো বাপু টাকা পাঁচালি
    লাগবে জেনো বেশ।


টাকার এমন ছলা কলা,
    প্রচুর থাকা চাই,
যতই থাকুক, থাকবে অভাব,
    শেষ যে চাওয়ার নাই।


টাক মাথাতে চুল গজাবে,
    টাকায় হবে গতি,
বিদ্যে বুদ্ধি থাক বা না থাক,
    করবে সমাজপতি।


টাকার জেনো অনেক সোয়াদ
    টক মিষ্টি ঝাল,
টাকার জোরে সেলাম করে
    যত রাঘব বোয়াল।


কালো টাকা, ভালো টাকা
    কালোর অনেক জোর,
কালো চলে বুক ফুলিয়ে,
    ভালোই যেন চোর।


ভালোর দলে আছেন যারা
    তাদের বিপদ ভারি,
কালোর সাথে পাল্লা দিতে
    ছিঁড়বে যেন নাড়ি।


টাকার ভারে মন্ত্রী বনে
    টাকায় থামে হাঁচি,
নেইকো টাকা? যাও না বাবা
    ছাতনা কিম্বা রাঁচি।


যাদের আবার অভাব টাকার
     বাঁচাই তাঁদের দায়,
কিনবে খাবার, পরবে যে কি
    থাকেই বা কোথায়।


টাকার জোরে সব কিছু পাও
    কয়টি জিনিস ছাড়া,
থাকবে জেনো ভালোবাসা
    সুখ, শান্তি হারা।


সুধীজনে তাই তো শুধাই
    নিজেই করুন ঠিক,
চাই কি টাকা, কিম্বা নেবেন
    ভালোবাসার ভিখ?