করলো পাগল, আবোল তাবোল,
হাল বাঙ্গালির দেখ নি?
ডাকল খ্যাপায়, আয় ছুটে আয়,
সুকুমারের লেখনি।


রুমাল থেকে বেড়াল বেরোয়
হাঁস টা যে হয় হাঁসজারু,
পাগলা ভোলা ছড়ার মজায়
বঙ্গবাসি খায় নাড়ু।


বন্দ্যো মশাই গন্ধ চাটেন
আকাশ পানে জিভ করে
লক্ষনের ওই শক্তিশেলে
করলো কুপোকাত মোরে।


রামগড়ুরের ছানার আবার
গোঁসা ই কেন শুধু হয়,
কাতুকুতু বুড়োর দেয়া
সুড়সুড়িতে লাগে ভয়।


পাগলা দাশু সেই যো দেখ
ঢুকল সবার মগজে,
পাগলামি তার আজো দেখি
নিত্য দিনের কাগজে।


বঙ্গ বাসির খ্যাপাগ্নিতে
ঘী ঢেলেছে সুকুমার,
পাগলামি টা চলছে আজো
দারুন এবং চমৎকার।