একদিন এক অবাক রাজার দেশে,
            অবাধ্য এক ঝড় উঠেছিল জানি।
ধুলো মেখে হল জ্যোৎস্না রাত ফ্যাকাশে,
            মলিন হল যে দিনেরও আকাশ খানি।


অবাক রাজার দেশটা অদ্ভুতুড়ে,
            বিদ্যান ওই লোকগুলো মাথা মোটা।
পুঁথির বিদ্যে মগজে ভরেছে তেড়ে,
            জীবন যুদ্ধে ভুল হয় গোটা গোটা।


অবাক রাজার আমলারা তোলে ফায়দা,
            স্বর্ণমুদ্রা দিতে হবে কর প্রজাদের।
পকেট ভরার একি অদ্ভূত কায়দা?
            তোলার টাকায় ভরে রাজকোষ প্রাসাদের।


অবাক দেশের বাহানাও অদ্ভুত,
            ফ্যাকাশে রাতটা ধুতে হবে জল দিয়ে।
তা না হলে নাকি দিন হবে কিম্ভুত,
            ফ্যাকাশে প্রবাহ দেশ জুড়ে যাবে বয়ে।


বুঝে বা না বুঝে দেয় টাকা সব প্রজারা,
            উপায় তো নাই, পড়বে কে রাজরোষে।
রোজ রোজ নয় দাও দরবারে হাজীরা,
            সিংহাসনে যে অবাক রাজাটি বসে।


অবাক দেশেতে অবাক বৃষ্টি আসে,
            ধুলো ধুয়ে হল দিন ওই উজ্জ্বল।
অবাক রাজাটি আঙ্গুল উঁচিয়ে হাঁসে,
            “কেমন দিলুম? তোরাই এবার বল”।


ঠুলি পরা এই অবাক রাজার দেশ,
            অলীক এ দেশ কভুও সত্য নয়।
খুঁজো নাকো মিল, ছিঁড়ো না নিজের কেশ,
            শুধু জোরে বলো অবাক রাজার জয়।