ভাবের ঘরে, ভাবের ঘোরে,
        ভাবনা ভেবে কি পেলি।
              ভবের ঘরে ভাব না মেলে,
                    মন সায়রে ডুব দিলি।


সবার মাঝে, সবার সাথে,
        ভাব-না হলে ভাবনাময়।
                ভবের খ্যাপা, ভবঘুরে,
                        ভাব তুলেছে একতারায়।


ভব সাগরের মানিক রতন,
        ভাবের ভাষায় বেনামী।
                ভাব সাগরের খোলাম কুচি,
                        হীরের চেয়েও হয় দামী।


রুক্মিণী তো করলো বিয়ে
        শ্যামকে, হল সাথি তাঁর।
                ভাবের ঘরে করলো চুরি,
                        নামটি হল রাধিকার।


ভাবের ঘোরে, তাই রেখে যাই,
        ভাবনাহীন এই ভাবখানা।
                ভাব সায়রে ডুব দিয়েছি,
                        আহ্লাদে মন আটখানা।