ছন্দ কভু মন্দ নহে,
ছন্দ দেখে কান্দ কেনে?
ধন্দ কেন রন্ধ্রে রন্ধ্রে,
অছান্দিক বা ছন্দ মেনে।


নিয়মের ঘেরা টোপে, বেঁধো না আমায়,
পাবে না কো খুঁজে, আমি গণ্ডী ছাড়া।
বয়ে যাই আমি,
পাহাড়ি ঝর্নার মত দিক্বিদিক হীন, যেদিকে দুচোখ যায়।


ছন্দ বিনে সন্দ লাগে,
খাপছাড়া এক গন্ধ লাগে,
ছন্দ হীনা পদ্য মাঝে,
ভাবটা মৃদুমন্দ লাগে।


ছবি আঁকি আমি, হৃদয়ের টিসটিসে ব্যথা ভেঙে,
ভাবের প্রকাশ, সাদা কাগজের পরে এলোমেলো শব্দ মালা
ছুঁয়ে ছুঁয়ে যায়, তোমার মনের পাপড়ি,
হই না ছন্দছাড়া, কবিতায় ছবি লিখি আমি।


ছন্দাছন্দের দ্বন্দ খানা,
থাকবে জেনো চির কালই,
হৃদয় ছোঁয়া আসল কথা,
গদ্যে কিম্বা ছন্দে বলি।
অবশেষে আসে মিল, বয়ে যায় আনন্দধারা,
ভাবের জগত জুড়ে।
হাত ধরে হাঁটাহাঁটি, তোমাতে আমাতে,
পৃথিবীর অষ্টম আশ্চর্য, দেখো আজ চোখভরে।