আজি হায় তুমি মোর পাশে নাই প্রিয়া,
জীবনের কাছে আমি গিয়েছি হারিয়া।
ছিলে যবে সাথে মোর করি নাই মান,
চাকুরি, জীবিকা সবি ছিল অন্তঃপ্রাণ।
করো নাই কভু কোন অভিযোগ মিতা,
হেরি নাই আমি তব আঁখির কবিতা।
কত অল্প চাহিদা আর স্বল্প কামনা,
সঙ্গ সুখ লভিবারে কত যে সাধনা।
দেখিয়াও দেখি নাই তোমার আকুতি,
তাই বুঝি অভিমানে দিলে যে আহুতি।
পরিনাম ভুগি আজি, মোর কর্মফল,
জীবন সাগরে একা, নয়ন সজল।
চাহিব তোমায় আমি পরজন্মে প্রিয়া,
করিবো প্রায়শ্চিত্ত তোমারে সেবিয়া।