একাকীত্ব এক, বহমান জীবনের ভিড়ে, দংশন করে যেন, কালসাপ সম
   বিষ ঢালে ধীরে ধীরে, নীল করে। সুশীতল, নিঃশব্দ এই কোলাহল,
      আরো বেশী, বড় বেশী একা করে মোরে। পাঁচ রাস্তার মোড়ে,
          অফিস ফেরতা যত বাবুদল, লাট খায়, ফেরিওলা হতে
            কেনা কাটি যত প্রেয়ষী ভোলানো, অবান্তর জিনিষ।
             পার্কে বেঞ্চের পরে,তোমার কোমল স্পর্শ এখনো
              জাগায় শিহরণ। সন্ধ্যা আকাশে সূর্যাস্তের লাল,
                 তোমার ঠোঁটের মতো। স্বর্ণালী দিন গুলি,
                   আবছায়া হয়ে, পিছু করে, হাত ধরে
                      করে টানাটানি, অবাধ্য শিশুসম।
                      তোমার স্মৃতি ভারে, ক্লান্তপ্রান,
                        অসহায় মানব জীবন, তাই
                           উদ্দেশ্যহীন এই বাঁচা,
                             এ পৃথিবী মাঝে,
                                তুমি বিনে,
                                  একা।