এবার আকাশ হবো...


অনেক হয়েছে এই পতঙ্গ জীবন,
কৃচ্ছতার, কষ্টকর, অসুন্দর হয়ে বেঁচে থাকা।
আর তো লাগে না ভালো,
এবার আকাশ হবো...


সকলেই পায় ভয়, চমকায়,
দৌড়ে পালায়, কাছে গেলে।
ভবিতব্য হায়, অগ্নি শিখাতে, হবেই আত্মাহুতি
চোখে যদি পড়ে।
কেন কে বা জানে। তাই জাগে সাধ মনে,
এবার আকাশ হবো...


বাঁচব বিশাল হয়ে, অনন্তের সাথে লেন দেন।
সুনীল হৃদয় হবে, ব্যাপ্তি অসীম।
হেথা হতে হোথা, লুকোচুরি খেলা,
ভরবে আমার বুক পবন লহরে।
সবার ওপর থেকে দেখব পৃথিবীটার
ভাঙ্গা গড়া খেলা।
এবার আকাশ হবো...


নীড়সম্ভবা, মেঘপুঞ্জ সব, ভেসে যাবে ধীরগতি,
আমার অন্তরে। ঝড়বে অঝোরে, ধরিত্রীর পরে
শ্যামল সবুজ হবে প্রিয় ভূমি মোর।
আমার আঁখির তলে, চলবে জীবনধারা,
বইবে যে নদী। তাই ভাবি মনে,
এবার আকাশ হবো...