কোন দেশে যাও কন্যে তুমি,
            কোথায় ভেসে যাও।
বাদাম তোলা বিশাল তোমার,
            ময়ূরপঙ্খী নাও।


কুঁচ বরন কন্যে তোমার,
            মেঘ বরণ চুল।
খোঁপায় আমি সাজিয়ে দেব,
            সাদা টগর ফুল।


কন্যে তোমার হরিণ আঁখি,
            নাকের পাশে হীরে।
এক বারটি তাকাও কন্যে,
            আমার পানে ফিরে।


গজদন্ত হাসি তোমার,
            টোল যে পড়ে গালে।
দোদুল দোলে ময়ূরপঙ্খী,
           বাতাস লেগে পালে।


থাকবে নাকো এই স্থানেতে,
            ভালোই জানি মনে।
ভোলাই প্রেমী মনকে আমার,
            তোমার বরণনে।


এমন করেই, যুগ যুগান্ত ধরে,
একমুখী প্রেম সবে অন্ধ করে, ভাসায় বিরহ সাগরে।
জোয়ার ভাঁটার মত, প্রেম বিরহের খেলা শেষে
পড়ে থাকে কিছু পলি মাটি, অনেক না বলা কথা।
রূপসী কন্যেরা সব ভেসে যায়, মন নদী বেয়ে
ময়ূরপঙ্খী নাওয়ে, কিম্বা মার্সিডিজে, মহানগরের রাজপথে
নায়ক সে সাধারন ছেলে, বিরহাক্রান্ত,
যবে নামে কল্পলোক হতে, শুষ্ক কঠোর বাস্তবে,
বেঁচে থাকে আজীবন, কাগজ কলম হাতে, দীর্ঘশ্বাস বুকে নিয়ে।
কবিতার তরে।


ঠিক আমার ই মতন......