ভালুকবনীর পাহাড়ে, আইজকে মোরা লাইচত্যে যাবক চল।
        ধামসা লিব, মাদল লিব,
                            তীর কাঁড়টাও সঙ্গে লিব,
        মহুল খাব, হাইড়্যা খাব,
                            কুসমি সনে লাইচ্যে লিব,
ভালুকবনীর পাহাড়ে, সকল মিল্যে লাইচত্যে যাবক চল।


ঠিকাদারের বাখান সুইন্যে, বাইচ্যে থাকি লিজের মনে।
        মাটি কাটা, মুরাম কাটা,
                           দমটো ফুরায় ছাতির পাটা।
        পেটের খিদা, অসসুবিধা,
                           তীড় কাঁড়েতে পাহুড় বিন্ধা।
ভালুকবনীর পাহাড়ে, দুঃখ ভুল্যে লাইচত্যে যাবক চল।


মহুল বনে মহুল ফুটে, মাথায় মহুল চইড়্যে উঠ্যে।
        লিশায় থাকি, রক্ত আঁখি,
                          মন্দ ভাল ভুইল্যে থাকি
        লেতার ফাঁকি, খুব চালাকি,
                          আমরা বকা? মাইনব নাকি?
ভালুকবনীর পাহাড়ে, টাঙ্গির ঘায়ে চটাই দিব চল।


বাবু গুলান দম্যে পাজি, কথায় মিঠ্যা, মনে পেঁচী,
        এমনে শালা, পেট্যের জ্বালা,
                        বচ্ছর গেলে পরব পালা,
        ভুইলব খবর, লাইচব জবর,
                       ধামসা মাদল বাইজব্যে ইবার
ভালুকবনীর পাহাড়ে, দু দিন রাজা, লাইচত্যে যাবক চল।