গভীর সমুদ্রে, জাহাজ মাস্তুল ‘পরে,
বসে থাকা সীগালের মত বেঁচে আছি।
চতুর্দিকে দুরন্ত জলধী, খেলা করে
খোলামকুচির মত, ছিঁড়ে যায় কাছি।
জীবনের দুর্বিষহ সামাজিক খেলা,
প্রতিদিন করে তোলে আরো কষ্টকর।
বেড়ে চলে শৃঙ্খলের, নিয়মের মেলা,
বাড়ে বিষন্নতা, স্বাধীনতা হয় পর।


যেদিন পাগল হব পুরোপুরি আমি,
ভাঙব সকল বাধা জেনো চিরতরে।
রবে না জীবন মাঝে কিছু আর দামী,
দেখব পৃথিবীটারে দু নয়ন ভরে।
সীগালের মতো, উড়ে যাব দূর দেশে,
যেথায় দিগন্ত গিয়ে সীমানায় মেশে।