চলছি পথে আপনমনে,           দৃশ্য বদল ক্ষণে ক্ষণে,
                যাচ্ছি কোথা কিসের টানে,
                কেই বা আমায় বলবে রে।
চড়ছি চড়াই নামছি নিচে ,          কখন ফিরে তাকাই পিছে,
                 হচ্ছে খারাপ মনটা মিছে,
                সামাল খারাপ মনটারে।


কতই পথিক আসলো গেল ,          কজন আবার পথ হারাল,
                অনেক জনায় ক্ষান্ত দিল,
               বিদায় নিল হঠ করে।
থাকলে কাছে মনেও থাকে,           নইলে ভুলি কাজের ফাঁকে,
                চলতে চলতে পথের বাঁকে,
                স্মৃতির জ্বালায় মন পোড়ে।


অনেক মন্দ অনেক ভাল,           মনটা কালো কিম্বা আলো,
               আমরা সবাই মন্দ ভাল,
                মিলে মিশে এক সাথে।
জীবন পথে চলার ভিড়ে,            হারিয়ে না যাই ঘোর তিমিরে,
                 পৌঁছে যাব আপন নীড়ে,
                 গান গেয়ে আর মন মেতে।


রইবে কষ্ট রইবে জ্বালা,             যতই কঠিন হোক না চলা,
                 হোক না বিষম শুষ্ক গলা,
                 থমকে থাকার হয় মানা।
থামবে যবে যাত্রা শেষে,            শেষ ঘুমটাই নামবে এসে,
                আসবে শান্তি মিষ্টি হেসে,
                 মধুর সুরের মূর্ছনা।