পাগলী ক্ষেপী আমার কেন ঘুম ভাঙ্গালি,
শীতঘুমের ঐ আমেজটাকে চটকে দিলি।
ফ্রেমের পিছে টিকটিকিটা হাসল কেন,
ঘড়ির কাঁটার টিকটিকানি ছিনিয়ে নিলি।


গা জুড়ানো আমেজ মাখা দুক্কুর বেলা,
কুলের আচার, সোনা রোদের চোখ রাঙ্গানি।
আবোল তাবোল ফন্দি ফিকির ঝিলিক মারে,
বারদুয়ারে জমাট বাঁধে চোখের পানি।


আকাশ জুড়ে ভাসল আবার বন্ধ্যা বাদল,
ধুলোয় ভরা বাজার হাটের সন্ধ্যা বেলা।
দৃষ্টিসীমায় জাগিয়ে তোলা দিকপাহাড়ি,
তোর আঁচলে দেই ভাসিয়ে প্রেমের ভেলা।


দীঘির জলে সন্ধি করে বন্দি আকাশ,
তোর ছোঁয়াতে হৃদয় আজি রংবাহারি।
খুঁজতে বসি ফাগুন বাহার মনটা খুলে,
জাগায় পুলক, আনন্দলোক কারণ বারি।


পাগলী ক্ষেপী আবার কেন ঘুম ভাঙ্গালি,
কাটছিল বেশ ঘুমের ঘোরে স্বপ্নখেলা।
ঘোরের মাঝে তোর আদরের উষ্ণ আবেশ,
বেশ তো ভাল তোর সনেতে কাটল বেলা।