তোমার আশায় প্রাণ বেঁধেছি হাজার বছর ধরে,
তোমার জন্যে গান গেয়েছি নীল সায়রের তীরে।


তোমার শাড়ির আঁচল জুড়ে রাত আকাশের তারা,
ঝকমকিয়ে ঝিলিক মেরে করলো দিশাহারা।


তোমার হাতে আংটি হবার যোগ্য হীরে কোথা,
তোমার হাসির বাহার দেখে মোনালিসার ব্যথা।


দীঘল তোমার ভুবনজয়ী পটলচেরা আঁখি,
তোমার কানে গান গেয়ে যায়, বনের দোয়েল পাখি।


তোমার পায়ে দলবে বলে দূর্বা ঘাসের আশা,
ওষ্ঠ তোমার রাঙ্গিয়ে দেবে, পানের অভিলাষা।


তোমার ছোঁয়ায় বাড়ল দেখো বিশ্ব-উষ্ণায়ন,
মরাল চালে তোমার চলা, মরল কত জন।


এমন তর সুন্দরি গো এমন তর তুমি,
নববর্ষে কি উপহার তোমায় দেব আমি?


ভাবছি বসে সকাল বিকেল, ভেবে হই আকুল,
ঠিক করেছি তোমায় দেব একটি বনফুল।