স্বঘোষিত বিপ্লব শেষে, চড়াই পাখির মত,
বংশনাশ, যত বীরপুঙ্গবের দল।
টাইয়ের নিপূণ ফাঁসে, বাঁধা পড়ে থাকে,
এলশেসিয়ান বুদ্ধিমত্তা ও রিট্রিভার আনুগত্য।
ঝোলা কান, ঝোলা জিভ ও ম্যাদামারা চোখে
চলে শুধু বায়ো-ডাটা আদান প্রদান।
মিটিং মিটিং খেলা, বোকা বোকা, আজে বাজে কথা।
ধানক্ষেত সিঁড়ি বেয়ে প্রোমোশন ধীরে ধীরে আসে।
সাঁঝের পার্টি শেষে, মরে যায় মদের গেলাশে
কত শত বিপ্লব, কত শত প্রজাপতি, লাল নীল ডানা।
ডলারেরা হাত ধরে শুষে নেয়, কত যে অবক্ষয়
কতই ডিপ্রেসন, ঘুম ভাঙ্গা কিছু রাত।
ভোরের সকাল, চোখ মেলে দেখে,
ছড়িয়ে ছিটিয়ে আছে,
এদিক ওদিক, আধপোড়া কিছু সামাজিক মানবিক ছাই।