শীতের বুড়ী নাচছে তবু ঘোমটা দিয়ে,
করতেছে প্রান আকুল বিকুল তোমায় নিয়ে,
যায় নাকি কেউ এমন দিনে একলা ফেলে?
দুরের মাঠে জোনাক জ্বলে ঝিকমিকিয়ে।


ধোঁয়ায় মেশা ভাতসুবাসী সন্ধ্যেবেলা,
ঝুম আঁধারে মাটির তেলের লম্ফ জ্বলে,
গন্ধ পোকার মরণ মরণ উথাল পাথাল,
কুঁড়ে ঘরেও শীতের শাসন খড়ের চালে।


বাঁশ বাগানে বরফ হাওয়ার মড়মড়ানি,
ছাতার পাখির পাগলামো আম গাছের ডালে,
প্রজাপতির ডানায় কে যে ছাপলো ছবি,
আঁকবো আমি এমন ছবি তোর আঁচলে।


মোরাম পথে রোদ পোয়ানো, চাদর মুড়ি,
কাঁঠাল তলায় শুকনো পাতায় হাত-পা সেঁকা,
শুষ্ক পায়ে সর্ষে তেলের দাঁত ফোটানো,
ফিরবি কবে, সব খানে তোর নাম যে লেখা।


তোর বিহনে শীতঘুমের এই দুখের খেলা,
দিন কাটে না রাত কাটে না সকাল বেলা,
আয় ফিরে আয়, তুই বিনে এই ঠান্ডা দিনে,
হৃদয় জুড়ে শীতলহরের শীতল জ্বালা।