সেই এক ইঁদুর দৌড়ে,
সামিল হওয়ার কথা, ছিল কবে যেন।
আধখাওয়া আপেলের মত, ক্ষয়ে যাওয়া শেষে
হঠাত পেলাম খুঁজে, পাণ্ডুলিপির বোঝা।
অবোধ্য লিপিতে লেখা, বিবর্ণ হলদেটে পাতা
তোমার দৃষ্টির মতো জটিল অথচ শ্যেন।


সেই এক ইঁদুর দৌড়ে,
ভালবাসা নয়, ভাল বাঁচার তাগিদ ছিল যত।
হোঁচট খাওয়ার পালা শেষ হলে,
কোষাকুষি আর ফুল বেলপাতা নিয়ে,
সোজাসুজি হাঁটা রাজপথ ধরে।
গন্তব্যের অভাব তবু, হানা দেয় স্বপ্নের মাঝে।


তোমার চুলের মতো কালো,
শিশিরসম্ভবা ভোর রাত,
হাঁকাহাঁকি, ডাকাডাকি করে, দেখায় রৌদ্রের লোভ।
দিব্যির ভালবাসা, শর্তের ভালবাসা, দিনশেষে অর্থ হারায়।
কয়েকটি সরল পঙক্তি, বিজ্ঞাপনের মত
নির্লজ্জ হওয়ার খেলায়, নিজেকে জাহির করে।


সেই এক ইঁদুর দৌড়ে,
সামিল হব না আর, কটা দিন, বাঁচব মানুষ হয়ে।