এই,
ঘুণ ধরা সমাজে, অমানুষ জীবন।
পানের পিকের ন্যায় ক্লেদাক্ত মন।
স্বার্থপরের মত শুধু আত্মসুখ,
নিজের লাভের তরে পরের মরন।


কত,
প্রান নিয়ে শুধুশুধু ছিনিমিনি খেলা।
হয়েছে সহজ কত হননের পালা।
অরাজক রাজনীতি করে কোলাহল,
নিরীহ মানুষ গড়ে শব দেহ মালা।


কেন,
হিংসা এত, কেন দ্বেষ, কেনই বা ঘৃণা?
সুকঠিন স্বাভাবিক বাঁচার যাতনা।
চারিদিকে অপমৃত্যুর আচমকা হাতছানি,
কে জানে বেরোলে হবে ঘরে ফেরা কিনা।


তাই,
চলো তবে, অবশেষে ভাবা যাক মনে,
মানুষ হবার কথা, সহ-নাগরিক সনে।
রাজনীতি দূরে যাক, থাক মানবতা,
ভালবাসা, এক ভাষা, ধরিত্রীর কোনে।