কোন এক ডিজিটাল রাতে,
ল্যাপির অষ্টম জানালাতে,
তোমার মুখচ্ছবি, এসেছিল ভেসে,
শুন্য আর একের খেলাতে।


মেগা, গিগা, টেরার পালায়,
ধরা আজ হাতের মুঠায়,
নিশিরাত জুড়ে তুমি, থাক মোর পাশে,
শব্দ ও ছবির মায়ায়।


সুন্দরী মোহময়ী চোখ,
ভুলি যেন ফেলতে পলক,
মুখ-পুস্তিকা বলে স্ট্যাটাস তোমার,
একা তুমি, দারুন চমক।


শুরু হয় রাত ভর কথা,
মিঠে মিঠে প্রেমের বারতা,
কোকিল কণ্ঠী তুমি যেন,
গেয়ে যাও প্রানের কবিতা।


অবশেষে এল সেই দিন,
মনে বাজে সুমধুর বীণ,
দেখা হবে তোমাতে আমাতে,
আজ হতে জীবন রঙিন।


হায় ওকি, বসে কে ও বালা?
মধ্য বয়সী ও পৃথুলা,
খান খান চুরমার হয়ে,
ভেঙ্গে যায় স্বপ্নের পালা।


কান মুলি, নাকে দেই খত,
করব না আর হিম্মত,
ডিজিটাল থাক ডিজিটালে,
করি আমি দণ্ডবৎ।