গ্রীষ্মের দাবদাহে সবুজ অশথ তলে,
নিবিড় হাওয়ার ঘ্রাণ নিয়েছ কি?


মেঠো রাস্তার পরে, আগুন ঝরানো রোদে,
তালশাঁস ফেরী করা, অপচয়ে হারা, নিরীহ মানব দেহ।
শোলার পেটীর মাঝে বাঁশকাঠি আইসক্রিম,
জল, লালরঙ ছাড়া, আরো কত ভাললাগা মেশা।
দশ পয়সার সেই, স্যাকারিনে বিশ্ব বিজয়ী।


চাপ শব্দটা, কিভাবে জানি না, চাপাচাপি করে
দুমড়ে মুচড়ে , ছিল কত চাপের ভিতর, সে সময়ে।
বে-চাপে অ-চাপে, বর্বর হয়ে থাকা, সুখে থাকা
হয়তো বা দিনান্তে, ভাল লেগে মন ছুঁয়ে ছিল।


ঢেউ খেলা দিগন্ত পারে, আবছা শরীর রেখা,
হাতছানি দিয়েছিল, ছেলেধরা সেজে, চুপি চুপি।
দুনিয়ার সব মাদকতা ভরে ছিল,
নিষিদ্ধ বিষের মত, মহুয়ার টুস-টুসে ফলে।


মাতাল মহুয়া ঘ্রাণ নিয়েছ কি?
গ্রীষ্মের দাবদাহে, রসালো মহুয়া তলে?