শীতল দিঘীর পাড়ে, বিষন্ন হাওয়ায় মেশা
সন্ধ্যের রহস্যময়তা, ফিরিয়ে এনেছিল
অনিবার্য মন খারাপের রাত।


তোমার যাওয়ার পথে, চাপা পড়েছিল,
কত শত ইতিহাস, কত স্মৃতি,
কতই না ভালবাসা অনুকথা, উপকথা
না বলা কথার দল।


কাজল ভাসানো অশ্রু, বিদায়বেলায়
শুধু সেকি স্বজন হারানো ব্যথা,
নাকি বিদায়ী প্রিয়তমর স্মৃতি বিসর্জন,
নতুনের আগমনে?


কত যে সহজমনে মেনে নেওয়া,
দোষ দেওয়া, ভাগ্য ও ভগবানে।
লাল বেনারসী ঢেউয়ে ভেসে যায়,
অগণিত প্রতিজ্ঞা, কত অঙ্গিকার
কত অভিমান শেষে মানভঞ্জন পালা।


‘তোমার যোগ্য আমি নই,
আরো ভাল আছে কেউ তোমার কপালে’,
বোঝালে আমায় অবহেলে।
নাকি বলে গেলে, প্রেম নয়,
সুখ ও স্বাচ্ছ্যন্দ আজ বেশী প্রিয় জীবনে তোমার।


শীতল দিঘীর পাড়ে, বাসরের রাতজাগা
পচা গলা রজনীগন্ধার হাত ধরে,
ফিরে আসে অবশেষে মন খারাপের রাত,
অনিবার্য হয়ে।