হোলি হোলি হোলি এল,
        এল হোলি ওই।
পিচকারিতে রঙ ভরে নাও,
        আবীর গুলাল কই?


আজকে সবাই রঙ্গীন মেজাজ,
        নানান রঙে রাঙ্গা।
উড়ছে আবীর, রঙ ফোয়ারা,
        আজকে নিয়ম ভাঙ্গা।


ছুটছে দেখ রঙ মেখে ভূত,
        বাচ্চা বুড়ো ওই।
এমন তাদের বদন বাহার,
        চেনার উপায় কই?


হোলির রঙে ভাং মিলেছে,
        নেশায় মাতাল মন।
খেল রে হোলি পাগল পারা,
        আর তো কিছুক্ষন।


খেলছে হোলি দুই কিশোরী,
        উদ্বেলিত মন।
আজকে বোধ হয় আসবে রঙ্গীন,
        প্রেমের নিবেদন।


হোলির শেষে করব হেসে,
        আবার নতুন পণ।
রঙের সাথে মনের কলুষ,
        করব বিসর্জন।


কাটুক হোলি উচ্ছসিত,
        থাকুক খুশী প্রাণ।
লম্বু হিরোর সঙ্গেতে গাই,
        তাল মিলিয়ে গান।


“হো রঙ্গ বরসে, ভিগে চুনরওয়ালী, রঙ্গ বরসে…
হোলি হ্যায়…”