ট্রাফিক আলোয় জীর্ণ শীর্ণ হাত,
অফিস ফেরতা মনটা যে কুপোকাত,
দু চোখেতে ভরা স্বপ্ন স্বচ্ছলতার,
তবু করনিক, থাকবে সেই হালাত।


লোকাল ট্রেনে চলছে না তো ফ্যান,
জানালার রোদে অর্ধ বদন ট্যান,
চর্ম জ্বলুনি হাওয়ায় পাগল হওয়া,
তার ওপরে মোবাইল ঘ্যান ঘ্যান।


মফঃস্বলের ষ্টেশন, সন্ধ্যেবেলা,
চোলাই, গাঁজা আর রোমিওর মেলা,
নিজ সম্মান সামলাও নিজ হাতে,
মুখ নিচু করে, লেজটি গুটিয়ে চলা।


গরম চায়েতে লেড়ো বিস্কুট ন্যাতা,
বোকা বাক্সতে স্বপ্নের বিক্রেতা,
গিন্নি আবার মত্ত ফ্ল্যটের নেশায় ,
বিছানায় শুয়ে বুঝি সেটা ছেঁড়া কাঁথা।


এমনি ভাবেই জীবনটা বয়ে চলে,
সকাল সন্ধ্যে, শীত গ্রীষ্মের ছলে,
এত ঝঞ্ঝাট, তবু বিস্ময়ে ভাবি,
কবিতা কেমনে থাকে সাথে প্রতি পলে।