রঙের ছটায় রূপের বাহার,
        চলছে রঙের বেপার।
শ্যামলা রঙের নেই চাহিদা,
        ফর্সারই তো বাজার।


ফর্সা মানেই সুন্দরী সে,
        রূপেরই পাটরানী।
কালো মেয়ের মন্দ কপাল,
        ব্রাত্য বলেই জানি।


টিভির অ্যাডে নিত্য নতুন,
        ফর্সা হওয়ার নুস্খা।
অ্যাডের জোরে, খাচ্ছে করে,
         শাহরুখ থেকে অনুস্কা।


লাইন দিয়ে কিনছে লোকে
         “কেয়ার এন্ড কাবলি”!
ফর্সা হবার লোভে দেখো,
        করছে খাবলা খাবলি।


সাদায় কালোয় মানুষ বিচার,
          কেমন তরো ধারা।
রঙের রূপ তো চামড়াটুকু,
          মনের রূপই সেরা।


ফর্সা কালোয় করলি বিভেদ,
          ভুললি তুই আসল।
শ্যাম ও কালো শ্যমাও কালো,
         পূজিস কেন বল?