আচমকা আজ তুমি ছুঁয়ে চলে গেলে,
যেমনটা ছুঁয়ে যায় সুন্দরী কিশোরীর গোপন চাহনি?
ক্ষনিকের তরে, জাগিয়ে রোমাঞ্চ বা মুহূর্তের ভাল লাগা।
তোমার ছোঁয়ায় এল হিমেল পরশ এক মেরুদন্ড বেয়ে, বিদ্যুৎ সম।
মৃত্যুভয় তুমি।


নিত্যকার টানা দাঁড়, জীবন নদীতে, অনায়াশ পারাপার।
মূর্খ আমি ভেবেছিনু, প্রাপ্য আমার সব, অধিকার মোর
যত হাসি, যত সুখ, প্রাণের আপনজন, সবার ওপরে।
হেসেছিলে নাকি পিছু থেকে? নশ্বরতার মানে কেমনে বোঝালে মোরে,
চোখের পলকে।


জানি যে অমোঘ তুমি, চিরসত্য জীবন সফরে।
মোহ মায়া, ভালবাসা, আত্মীয় পরিজন, আসে যায় কদিনের তরে।
তোমার অচেনা ক্রোড়ে ঠাঁই নিতে হবে, খুঁজে নিতে পরম আলোক।
সাময়িক হিসেব নিকেশ, চাওয়া পাওয়া, পিছু ছুঁড়ে যেতে হবে ফেলে।
তবু মনে ভয়, সকল প্রাণের শেষ, মহাসত্য তুমি,
তুমি মৃত্যুভয় ।