.    আপন খেয়ালে,    মনের দেয়ালে,
             কত ছবি হয় আঁকা।
     বাসনা সুপ্ত,         হবে না লুপ্ত,
            কিছুই রবে না ফাঁকা।


    প্রাণের ছবি তা,    লিখেছি কবিতা,
             হৃদয়ের রঙ দিয়ে।
    যেথা শুধু প্রীতি,     কেবলই আকুতি,
             নেই চিরদুখী প্রিয়ে।


    এ ভুবন বুকে,      থাক সবে সুখে,
             প্রার্থনা মনাকাশে।
    যত দুখ জরা,      যাক দূরে ত্বরা,
             সুখে ধরিত্রী ভাসে।


    মনে বড় বাজে,      ধরাতল মাঝে,
              ক্ষুধার্ত কত শিশু।
    কত যে অনাথ,      মুমূর্ষু হাত,
             চাইছে খাদ্য কিছু।


    কত শত নারী,     আপনাকে মারি,
             সইছে অত্যাচার।
    মনু রূপী যত,     সারমেয় সুত,
            করে চলে ব্যভিচার।


    ভাবে রাজনেতা,    মূর্খ জনতা,
             সকলেই দাস তার।
    নিজ সমৃদ্ধি,        চৌর্য বৃত্তি,
           করে ভাবে পাবে পার।


    তাই সাধ মনে,     আপন ভুবনে,
            দূর হোক যত মন্দ।
    ভালবেসে হাসি,    থাকি পাশাপাশি,
            জাগুক প্রাণে আনন্দ।


    অবিচার পাপ,      যত যা খারাপ,
             ঠাঁই নাই এ ভুবনে।
    মজি সুর জালে,    নাচি তালে তালে,
             ভালবাসি জনে জনে।