.         আজকে নাহয় ভাববো তোমার কথা,
          মন  খারাপের  নিকষ  কালো রাতে।
          ছন্নছাড়া    টুকরো    স্মৃতির    ব্যথা,
          দেই  ছড়িয়ে    চিলেকোঠার  ছাতে।


          অনেক   গুলো  রাস্তা   হল   জড়ো,
          দোর   আঙ্গিনার  সামনে লুটোপুটি।
          যাইবা  কোথা, কোনটা কেমনতরো,
          তোমায়  বিনে   নেই  কেমনে  ছুটি।


          বিপ্লবী   কি   সবাই   হতে  পারে?
          আমার  মতো বোকাও নাহয় হোল।
          সুখের আশা  নাইবা দেই তোমারে,
          শর্ত  ছাড়া   বাসতে  পারি  ভালো।


          ভেবেছিলেম  আকাশ  অনেকগুলো,
          আনব  টেনে  তোমার আমার ছাদে।
          পূর্ণিমারাত, রুপোর জ্যোৎস্না তুলো,
          ছড়িয়ে  নেব   মোদের  বিছানাতে।


          মিষ্টি   হেসে   বললে   তুমি  কেন,
          কনক   ভালো   কনকচাঁপা   হতে।
          ধূসর    আকাশ,   বিবর্ণতায়  যেন,
          হিয়ার আলো নিভল বেদন স্রোতে।


          অনেক  হোল  চালাক  চতুর  হয়ে,
          নিত্যদিনই   আপন   বেচা   খেলা।
          তোমার  স্মৃতির  উষ্ণ  ধারায় বয়ে,
          কনক  নিয়ে  কাটছে  একা  বেলা।