এদিক সেদিক ঘুরতেছিলেম,
তাল হারিয়ে দিক হারিয়ে,
পাগলা হাওয়া করল তাড়া,
চমকে দিয়ে, উড়িয়ে ধুলো,
ঈশাণ কোনে ক্ষ্যাপার মতন,
ঝিলের জলে ঢেউয়ের কাঁপন,
পক্ষীরাজের কেশর ছুঁয়ে,
ভীষণ বেগে, চলল ধেয়ে,
দূর সুদুরে অচিনপুরে।
এসব দেখে অবাক হয়ে
ভাবতেছিলেম করব কি যে,
বৃষ্টি ভিজে সন্ধ্যেবেলা,
শেওলা সবুজ রঙের খেলা,
হৃদয় জুড়ে উথা্ল পাথাল,
মন ভেসে যায় ঝড়ের সাথে,
কোন সে রাতে, একলা পথে,
চলতে গিয়ে হঠাত দেখা,
ক্ষণপ্রভার রজত আলোয়,
পথের ধারে, চুপটি করে,
দাঁড়িয়ে তুমি, সিক্ত গায়ে,
ভীষণ ভয়ে কাঁপতেছিলে,
থর থর, বললে আমায়
পৌছে দেবে বাড়ির পথে?
কঠিন রাতে, তোমার হাতে
হাতটি রেখে ক’লাম চল।
তরাস ভরা রাতের স্মৃতি,
কেমন করে বদলে গেল,
জোছনা রাতে, হাতটি পেলব,
আমার হাতে। আবেশ ভরে
নিলেম বেঁচে হাজার বছর
কয়েক পলে। গেলুম ভুলে,
জানতে তোমার নাম ঠিকানা।
মিষ্টি হাসির ধন্যবাদে,
ভেসেই গেলাম বিদায়কালে।
সেই যে গেলে হারিয়ে তুমি,
পাই না খুঁজে সারা জীবন।
স্বপ্নপরী হয়ে এখন, এসে পর
কখন সখন, ঝড়ের রাতে
মনের সাথে খেলতে খেলা।
যায় কেটে যায় জীবন বেলা।