.       আচমকা ঘুম ভাঙ্গা মাঝরাত,
        নিশ্চুপ রাত জাগা পাখি হয়।
        জেগে রও ঘুমহীন গালে হাত,
        ভিড় করে আসে যত সংশয়।


        কঞ্জুসী তারাদের আলোতেও,
        কালো রাত বড় বেশী মায়াময়।
        ব্যাল্কনি চুপি চুপি ডাক দেয়,
        আপনার সনে মন কথা কয়।


        ভাবনাতে মন হয় উচাটন,
        কাল যদি না থাকো তো কি হবে।
        কদিনের স্মৃতি, দুখী পরিজন,
        একে একে সবাই তো ভুলবে।


        ঝুলে ভরা দেয়ালের ছবিটাই,
        জেনো শুধু হবে ভবিতব্য।
        রাখবেনা কেউ আর মনে ভাই,
        কর যাই, লেখ যত কাব্য।


        এমনিতো বয়ে যাবে নদীজল,
        সূর্যটা  এমনিতো  উঠবে।
        ভুলে যাও ধীরে ধীরে গত পল,
        লাঙ্গলেতে ফের কেউ জুতবে।


        তাই কর হিসেবটা শুরু আজ,
        জেতা হারা খেলা খেলে কি হল।
        শুন্যই ফল যত কর কাজ,
        শুধু  শুধু  সময়টা ফুরলো।


        আজ এই ঘুম্ ভাঙ্গা রাতে তাই,
        বিবেকের সনে মন কথা কয়।
        ফাঁকি দিয়ে কত কাজ ভুলে যাই,
        ফাঁকে পড়ে আজ মনে লাগে ভয়।