জল পড়ার শব্দ জেনো, নীরব বিচ্ছিন্ন কিছু নয়।
মাঝে মাঝে ছেয়ে থাকে পরিবেশ জুড়ে লাগাতার।
পেলব শ্যাওলার বুকে পিচ্ছিল সবুজ ভালোবাসা।
হৃদয়ের আকুলতা অজান্তেই দু হাত বাড়ায়,
খোঁজে যত অবান্তর, অযৌক্তিক শপথের বোঝা।


ভেজা ভেজা, সোঁদা সোঁদা গন্ধের পুলটিস
শুষে নেয় বুক ভরে, জাগতিক বেদনা পাহাড়।
বিদায়ি প্রেমের পিছে ছড়ানো ছেটানো পড়ে থাকে,
স্মৃতির আবর্জনা, ব্যথাগন্ধময়।
আসে রাত, খোঁজে শুধু পাতাবাহারী উষ্ণতা,
জীবনের কোণায় কোণায়।


কৈশোরের হাঁটা পথ, আজো পড়ে থাকে শুনশান
মোরামের রাস্তা বেয়ে, দীর্ঘশ্বাসেরা সব ছুটে ছুটে আসে,
কথা বলে, উদাসী হাওয়ার সনে বেশরম হয়ে।
আসমানি নীরবতা, অক্লেশে দু ডানা ছড়ায়,
ছুঁয়ে যায় তোমায়, আমায়।


তারি মাঝে বেজে চলে, অবিরত হৃদয় গহীনে,
বিষণ্ণ জল পড়ার শব্দ, টুপ টাপ, টুপ টাপ, টুপ টাপ.........