আমাকে তোমরা বলতেই পারো দোষী,
অর্ধ নগ্ন সভ্যতাটার কাছে।
সত্যতে থাকা অপরাধ আজ বড়,
আসল মুখটা থাকে মুখোশের পিছে।


এখন সময় নদীস্রোতে ভাঙ্গা কূল,
ঝুপ ঝুপ করে পড়ছে ধারায় খসে।
মিলিয়ে এপারে সুসময় ওই পারে,
বেতালা জীবন খোঁজে তাই সব শেষে।


ধানের ক্ষেত ও শাকের পাতায় যেন,
ভালোবাসা থেকে অশ্রুটা লাগে বেশী।
কষ্টের ছাতি হাঁপর সমান দোলে,
নোনা সংসারে, হাড়গিলে এলোকেশী।


শুকনো পুকুর, শুকনো চোখের জল,
শুকনো বুকের ফল্গুতে ভালোবাসা।
আষাঢ়ে বৃষ্টি পুকুর ভরাতে পারে,
প্রাণ ভরে নাতো, ভরে না মনের আশা।


জেনে শুনে দিন কাটি অসভ্য হয়ে,
সভ্য হওয়ার চেষ্টার নেই শেষ।
নিত্য ডিঙ্গোই অবক্ষয়ের সীমা,
চাপড়িয়ে পিঠ, বলি তবু বেশ বেশ।