সন্ধ্যে হওয়ার আগেই, তোমায় চেয়েছিলেম ছুঁতে,
সূর্যাস্তের পরে, অ-সুখের বিরক্তি যত, ঘ্যান ঘ্যান করে এসে এসে।
সন্ধ্যে হওয়ার আগেই, চেয়েছিনু দেখতে তোমার উড়ন্ত কুন্তল,
দখিনা হাওয়াটা আবার সাঁঝবেলাতেই এসে যায় ফুরিয়ে।
সন্ধ্যে হওয়ার আগেই, ভেবেছিলেম তোমায় নিয়ে পথে বেরবো,
প্রগাঢ় আঁধারে, সাদামাটা পথগুলো বন্ধুর হয় বড়।
সন্ধ্যে হওয়ার আগেই, ভেবেছি ধরব তোমার শাঁখা পরা হাত।
সন্ধ্যে হওয়ার আগেই, রাখবো তোমার দুচোখে চোখ।
সন্ধ্যে হওয়ার আগেই, যত জিজ্ঞাসার চাইব জবাব।
সন্ধ্যে হওয়ার আগেই, ভালোবাসব উজাড় করে।
কারন সন্ধ্যের পর, শুধু জেগে থাকে কালো রাত,
জেগে থাকে অন্ধকার, শুধুই শূন্যতা অসীম।
আর কাল ভোরে?
কি জানি তোমায় যদি চিনতে না পারি!